শীতার্ত, অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাজা সূর্য কুমারের পরিবার। সম্প্রতি রাজবাড়ীতে মারোয়ারীপট্টির নিজ বাস ভবনের সামনে এ পরিবারের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজা সূর্য কুমারের দৌহিত্র সমিরেন্দ্র গুহ রায়, রাজা সূর্য কুমার ফাউন্ডেশনের চেয়ারম্যান শুভাগতা গুহ রায়, নাতনি দেবাদ্রিতা পাল প্রমুখ।
বাংলাদেশের রাজবাড়ী অঞ্চলের প্রতাপশালী জমিদার ছিলেন রাজা সূর্য কুমার। ব্যক্তিত্ব, জনহিতকর কাজ, শিক্ষার প্রতি অনুরাগ এবং প্রজা প্রেমের জন্য ১৮৮০-এর দশকে তাকে ‘রাজা’ উপাধি দেওয়া হয়।