শীতকালীন সবজিতে কৃষকের মুখে হাসি

0
শীতকালীন সবজিতে কৃষকের মুখে হাসি

গাজীপুরে এ বছর শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে স্থানীয় কৃষকের মুখে। পাশাপাশি এবার সবজির দামও ভালো পাচ্ছেন বলে জানান তারা। ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টম্যাটো, শসা, মুলাসহ বিভিন্ন শাকের ব্যাপক চাষ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র অনুযায়ী, এ বছর জেলার পাঁচটি উপজেলায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ২ হাজার ৮০০ হেক্টর, কাপাসিয়া উপজেলায় ১ হাজার ২০০ হেক্টর, শ্রীপুর উপজেলায় ১ হাজার ৪২০ হেক্টর, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ৫৮০ হেক্টর  কালীগঞ্জে উপজেলায় ১ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে। এ বছর কৃষি বিভাগ ৪ হাজার ২০০ কৃষককে সবজি চাষে প্রণোদনা দিয়ে সহায়তা করছে।

কৃষক এবার বেশি জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন। এর ফলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আধুনিক উন্নত বীজ, সার ও আধুনিক চাষাবাদ পদ্ধতি (যেমন কীটনাশকমুক্ত চাষ) সম্পর্কে কৃষি বিভাগ কৃষককে সহায়তা করছে, যা উৎপাদন খরচ কমাতে ও ফলন বাড়াতে সাহায্য করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় সবজির বাম্পার ফলন হয়েছে। প্রথম দিকে বাজারে সবজির দাম কিছুটা বেশি থাকলেও শীত বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে শুরু করেছে। কৃষি কর্মকর্তারা কৃষকের মাঝে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করায় সবজি উৎপাদন বেশি হবে বলে প্রত্যাশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান জানান, অনুকূল আবহাওয়া,  উন্নতমানের বীজ, সার এবং কৃষি উপকরণ সরবরাহ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় চমৎকার ফলন সম্ভব হয়েছে।  চাষকৃত জমি থেকে কৃষক মোট ২ লাখ টন শীতকালীন সবজি উৎপাদন করবেন বলে আশা করছেন, যার বাজারমূল্য প্রায় ১ হাজার  কোটি টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here