শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র; ৫ জনের মৃত্যু

0

তীব্র শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এই ঝড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ছয় কোটি মানুষ ভারি তুষারপাত ও নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে। বরফের কবলে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ভারি তুষারে ঢাকা পড়েছে যুক্তরাষ্ট্রের রাস্তাঘাট, ব্যাহত হয়েছে চলাচল। প্রতিকূল আবহাওয়ার কারণে কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি ও নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, প্রায় সাড়ে ছয় হাজারের বেশি ফ্লাইট বিলম্বে ছেড়েছে। পূর্ব উপকূলে রাত পর্যন্ত তুষারপাতের পূর্বাভাস দিয়ে সোমবার বিকেলে এক চতুর্থাংশেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল।

দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কানসাস ও উত্তর-পশ্চিম মিসৌরির কিছু এলাকা তুষারঝড়ের কবলে পড়েছে। সড়কগুলো তুষার ও বরফে আচ্ছাদিত হওয়ায় বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here