চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে সফররত মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সর্বতভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।
কমিউনিস্ট পার্টি শাসিত চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
খবর অনুসারে, বৃহস্পতিবার মালদ্বীপের সঙ্গে চীনের ২০টি সমঝোতা চুক্তি হয়েছে। এরমধ্যে পর্যটন নিয়েও একটি চুক্তি রয়েছে।
দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক আর্থিক ও বাণিজ্যিক সহযোগিতা সংক্রান্ত কয়েকটি চুক্তি সই হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমটির দাবি।