রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস জানিয়েছে, পুতিন বলেছেন শি জিনপিংকে তিনি মস্কোর মেট্রো বিগ সার্কেল লাইন (বিসিএল) দেখানোর চেষ্টা করবেন।
এমন সময় চীনের প্রেসিডেন্ট মস্কো সফর করছেন যখন যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, রাশিয়াকে অস্ত্র দেওয়ার বিষয় বিবেচনা করছে চীন। যদিও চীন এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।