বগুড়ায় শিশু বুলবুল হত্যার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার বিকাল সাড়ে চারটায় বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।
দন্ডিত আসামির নাম সুজন সরকার। তিনি শাজাহানপুর উপজেলার লক্ষীকোলা এলাকার জাফর সরকারের ছেলে। পেশায় ট্রাকের হেলপার সুজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।