শিশু সন্তানকে হত্যা করলো বাবা

0

সিরাজগঞ্জের বেলকুচিতে জুনায়েদ হোসেন (২) নামে সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগে বাবা হযরত আলী মুন্সিকে (৩৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার সুবর্ণসাড়া মুচিবাড়ী গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী নিজের ২ বছর বয়সী শিশুপুত্রকে গলায় গামছা পেচিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান। পরে সন্ধ্যা দিকে উপজেলার সামনে থেকে হযরত আলি মুন্সিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here