ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই বৃদ্ধের নাম আতিয়ার রহমান (৬৮)। তার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার চটকাবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী ওই শিশুর বয়স মাত্র ৫ বছর। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দাদার ভাই।
শিশুটির বাবা বলেন, ঈদের দিন দুপুরে তার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এসময় আমার চাচা আতিয়ার রহমান তাকে মুরগির বাচ্চা দেখানোর কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। পরে বাড়ির পেছনে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বলতেও নিষেধ করে।
বিষয়টি নিশ্চিত করে হরিনাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।