শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

0

বান্দরবানে শিশু অপহরণের দায়ে মো. শহিদুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়শা।

মামলার রায় ঘোষণার সময় আসামি মো. শহিদুল্লাহ আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে বান্দরবান কারাগারে পাঠানো হয়। আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর বাসিং থুয়াই মার্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ জুলাই ছেলের অসুস্থতায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করান বাবা মো. আবদুল মান্নান। সে সময় আবদুল মান্নান, তার স্ত্রী ও তাদের ৫ বছর বয়সী শিশুকন্যাও সেখানে থাকেন। ১২ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে মেয়ের চিৎকারে ঘুম ভাঙে বাবা আবদুল মান্নানের। আসামি মো. শহিদুল্লাহ জোরপূর্বক শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় আবদুল মান্নানের চিৎকারে আশেপাশে লোক জড়ো হয়ে আসামিকে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় শিশুকন্যার বাবা মো. আবদুল মান্নান বাদী হয়ে বান্দরবান সদর থানায় মামলা দায়ের করেন।

আসামি মো. শহিদুল্লাহ কক্সবাজার জেলার মহেশখালীর ধইলার পাড়ার বাসিন্দা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here