মানিকগঞ্জের ঘিওরে ৫ বছরের শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় নান্টু প্রামানিক (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আসামির অনুপস্থিতিতে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় ঘোষণা করেন। দন্ডিত নান্টু প্রামানিক বগুড়ার শাহজাহানপুরের শৈলদুর্গি এলাকার মৃত নবীর উদ্দিনের ছেলে।