নাট্যদল দৃষ্টিপাত নাট্য সংসদ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করেছে তাদের নিয়মিত প্রযোজনা ‘কয়লা রঙের চাদর’। আজ রবিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন ম. আ. সালাম। সমসাময়িক সমাজবাস্তবতা এবং মানুষের অন্তর্গত অন্ধকার দিককে উপজীব্য করে নির্মিত এই নাটকটি দর্শকদের সামনে তুলে ধরে নিপীড়ন, শোষণ ও নীরব সহিংসতার গভীর ও বাস্তব চিত্র।
‘কয়লা রঙের চাদর’-এর কাহিনি আবর্তিত হয়েছে এক প্রান্তিক মানুষের জীবনকে ঘিরে। সমাজের চাপ, দারিদ্র্য ও অবহেলার ভার বহন করতে করতে সেই মানুষটি ধীরে ধীরে হারিয়ে ফেলে তার স্বপ্ন ও মানবিক পরিচয়। নাটকে ‘কয়লা রঙের চাদর’ একটি প্রতীকি উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে, যা কেবল দারিদ্র্যের রং নয়—বরং সমাজের চাপিয়ে দেওয়া অন্ধকার, ভয় এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষতচিহ্নের প্রতিফলন।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বপন দাস, কাজী আনিস, আকাশ আহমেদ, রাজিব রাজ, মাছুম, স্নিগ্ধা, তন্দ্রা, এম. আর. আলী, সাদ্দাম এবং ম. আ. সালামসহ আরও অনেকে।

