শিল্পকলায় শুরু হলো নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

0
শিল্পকলায় শুরু হলো নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

চারুকলাবিষয়ক নিয়মিত আয়োজনের অংশ হিসেবে শিল্পকলা একাডেমিতে শুরু হলো নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫। এটি চারুকলার নিয়মিত আয়োজনের ২৪তম আসর।

২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১জন শিল্পীর ১৩৯৩টি জমা শিল্পকর্ম থেকে বাছাই ১৯১ জন শিল্পীর ২১৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে।

চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ চারুশিল্পের প্রায় সকল মাধ্যমের শিল্পকর্ম এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ১২ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার এবং অধ্যাপক মোস্তাফিজুল হক। এতে স্বাগত বক্তব্য দেন চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আপনি মানুষের সাথে যত বেশি কাজ করবেন তত বেশি আপনি মানুষ বুঝতে পারবেন। যেকোনো প্রতিযোগিতা শিল্পীদের জন্য ট্রাভেলিং। শিল্পের ক্ষেত্রে স্বীকৃতি গুরুত্বপূর্ণ। স্বীকৃতি আসলে মহাকালের জন্য গুরুত্বপূর্ণ কিছু না। শিল্পী ভ্যান গগ তার জীবদ্দশায় কেমন জীবন যাপন করেছেন, আমাদের সকলের জানা। শিল্পী ভ্যান গগের ছবি প্রথম অবস্থায় কোথাও বিক্রি হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে শিল্পী তার নিজের স্বাক্ষর তৈরি করা। আপনি ভ্যান গগের ছবি দেখলে বুঝতে পারবেন যে এটা ভ্যান গগের ছবি।

তিনি আরও বলেন, পৃথিবীর সকল শ্রেণির শিল্পী যেমন পেইন্টার, রাইটার, ফিল্মমেকার, মিউজিশিয়ান প্রত্যেকেরই আরাধ্য থাকে ছবির নিচে নিজের স্বাক্ষর আঁকা। আসলে আমরা আর্টের কাজটি করি নিজের বেদনা বা নিজের ক্ষত গোছানোর জন্য।

রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘শিল্পকলা একাডেমিকে গণমানুষের কাছে ও তরুণদের কাছে নিয়ে যেতে চাই। ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর শিল্প ও বিচারকার্য জুরি বোর্ড সততা ও নিষ্ঠার সঙ্গে করেছে। যারা পুরস্কৃত হয়েছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। যারা অংশগ্রহণ করেছেন কিন্তু পুরস্কৃত হননি তাদেরকেও ধন্যবাদ। কারণ তাদের সামনে আরো বড় পথ খোলা আছে। যারা শিল্পী তারা প্রতিনিয়ত নুতন নতুন ফর্মের ভেতর দিয়ে, রং এর মাধ্যমে ভাবনা প্রতিফলিত করেন। আমরা আশা করি বাংলাদেশের ছবি আন্তর্জাতিক মানের। এই ছবিকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রদর্শিত করা এবং শিল্পীদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া শিল্পকলা একাডেমির কাজ। আমরা শিল্পকলা একাডেমিকে নতুনভাবে ঢেলে সাজাবো, সেই চেষ্টাই করছি।

‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ পেয়েছেন আসফিকুর রহমান, ২য় পুরস্কার পেয়েছেন সীমা মন্ডল, ৩য় পুরস্কার পেয়েছেন নুর এ আলা সিদ্দিক। এছাড়াও সম্মানসূচক পুরস্কার পেয়েছেন সাতজন। তারা হলেন- মো. তানভীর আহমেদ জয়, লেখনেছা খাতুন, মো. ইমতিয়াজ ইসলাম, ঋতুরূপা তালুকদার সাথী, জিন্নাতুন জান্নাত, নাজনীন আহমেদ ও অন্তরা মেহরূখ আজাদ।

‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ হিসেবে নগদ দুই লাখ টাকা ও একটি গোল্ড কোটেড মেডেল, ২য় পুরস্কার নগদ দেড় লাখ টাকা, ৩য় পুরস্কার নগদ এক লাখ টাকা এবং সম্মানসূচক পুরস্কার সাতটি প্রতিটির মূল্যমান ৭৫ হাজার টাকা।

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত  ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালা ২, ৩, ৪, ৬ ও ৭ নম্বর গ্যালারিতে এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে শিল্পানুরাগিদের জন্য। ২২ ডিসেম্বর শেষ হবে ১২ দিনব্যাপী এ প্রদর্শনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here