শিল্পকলায় মঞ্চে প্রাচীন গ্রিক নাটক ‘ইডিপাস’

0
শিল্পকলায় মঞ্চে প্রাচীন গ্রিক নাটক ‘ইডিপাস’

মানব নিয়তি, ভাগ্য ও আত্ম-চেতনার গভীর অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত প্রাচীন গ্রিক নাটক ‘ইডিপাস’ নিয়ে দুইদিনব্যাপী মঞ্চায়নের আয়োজন করেছে নাট্যদল দৃশ্যকাব্য। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রিক নাট্যকার সফোক্লিস-এর অমর সৃষ্টি ‘ইডিপাস রেক্স’ অবলম্বনে নাটকটির বাংলা অনুবাদ করেছেন সৈয়দ আলী আহসান, নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ। শাশ্বত ট্র্যাজেডির এই নাটকে মানব মনের অন্তর্দ্বন্দ্ব, সত্য অনুসন্ধানের যন্ত্রণা এবং নিয়তির অনিবার্য পরিণতি—এসব বিষয় শৈল্পিকভাবে উপস্থাপিত হয়েছে।

নাটকের নির্দেশক হাবিব মাসুদ বলেন, সময় আমাদের নতুন পথে চালিত করে। ইডিপাসকে মঞ্চে আনবার ক্ষেত্রেও বর্তমান সময়টি আমাকে ভাবিয়েছে। আজকের বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে এক বিরাট শূন্যতা অনুভব করি। মনে হয়েছে, অনন্ত রাত্রির ঘোর অন্ধকারে আমরা নিমজ্জিত-আমাদের কি কোনো নেতৃত্ব নেই? এই নিয়তি কি অনতিক্রম্য? প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত ইডিপাস আমার কাছে মনে হয়েছে নেতৃত্বহীনতায় নিমজ্জিত এক জনপদের গল্প। নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু সে নিয়তিকে জয় করতে পারে না। আশা করি, দৃশ্যকাব্য এর এই প্রযোজনা দর্শককে প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে।’

নাটকে ‎চরিত্রে অভিনয় করেছেন এইচ এম মোতালেব, ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল ইসলাম, রিমন সাহা, উৎপল চন্দ্র বর্মন, কান্তা কামরুন, ওমর ফারুক খান ফাহিম, পায়েল আহমেদ, আফরোজা বিথী, মো. রিয়াজুল করিম রিয়াজ, রিয়া হোসেন, হীরালাল দাস প্রমুখ। মিডিয়া সম্পাদকের দায়িত্বে রয়েছেন সাংবাদিক ইসমাইল হোসেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টা ও সন্ধ্যা ৭টায় যথাক্রমে নাটকটির দ্বিতীয় এবং তৃতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে নাটকটি দেশের ৬৪    জেলায় মঞ্চায়ন হবে বলে জানান দলের অধিকর্তা এ এইচ এম মোতালেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here