পাঁচ নারীর মর্মান্তিক ঘটনাবলী নিয়ে শিল্পকলা একাডেমিতে একক নাটক ‘পঞ্চনারী আখ্যান’ মঞ্চায়ন করলো ঢাকা থিয়েটার। সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। হারুন রশীদ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন শহীদুজ্জামান সেলিম। এটি দলের ৩৭তম প্রযোজনার নাটক। নাটকটির পাঁচটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী।
নাটকে রোজী সিদ্দিকী অভিনীত চরিত্রগুলোর নাম জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ। চরিত্রগুলোতে অভিনেত্রী সমাজের বিভিন্ন স্তরের পাঁচ নারীর মর্মন্তুদ জীবনকাহিনি তুলে ধরেছেন।
উল্লেখ্য, শিল্পকলায় ২০১২ সালের নভেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।