নরসিংদীর শিবপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ সময় শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের মাঝে জার্সি ও ফুটবল প্রদান করা হয়। আজ মঙ্গলবার দুপুরে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্ধোধন করেন নরসিংদী-৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব।
এছাড়া শিক্ষার্থী ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে শিবপুরের ৫০টি স্কুলে ২৫০ ফুটবল দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
আন্তঃস্কুল ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন উপস্থিত ছিলেন শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।