মাদারীপুর জেলার শিবচরে ৩৩ বছর ধরে আলমারীতে রাখা একটি গ্রেনেড ধ্বংস করেছে বোম ডিসপোজাল ইউনিট। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে শিবচর থানার সামনের একটি পরিত্যক্ত জায়গায় তিনফুট গর্ত করে এটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে যোগ দেয় রাজধানী ঢাকা থেকে বিশেষজ্ঞ দল।
জানা গেছে, শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর গ্রামের ইজিবাইক চালক জয়নাল আবেদিনের ঘরের আলমারীর ভেতর থেকে উদ্ধার করা হয় একটি গ্রেনেড। পরে খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯০ সালের দিকে জয়নাল আবেদিনের বাবা জহেরউদ্দিন মুন্সী (বর্তমানে মৃত) পুকুর খনন করতে গিয়ে পান গ্রেনেডটি পেয়েছিলেন।
পরে এটি খেলনা মনে করে ঘরের আলমারীতে রেখে দেন। শিশু বয়সে প্রায়ই জয়নালের ছেলে জোবায়ের মুন্সী (১৫) এটি দিয়ে খেলার কাজে ব্যবহার করতো। বর্তমানে ওই বাড়ির বাচ্চারা কান্নাকাটি করলে তাদের খেলতে দিতো।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা গ্রেনেডটি উদ্ধার করে থানায় এসেছিলাম। বৃহস্পতিবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট এটির বিষ্ফোরণ ঘটিয়েছে। এটি সক্রিয় একটি শক্তিশালী গ্রেনেড ছিল। বিষ্ফোরণে বিকট শব্দ ও আশেপাশের এলাকা কেঁপে উঠে। আমরা জনগণকে অনুরোধ করবো যেন এ ধরনের কোন বিষ্ফোরক পেলে সাথে সাথে পুলিশকে জানায়।