শিবচরে এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে গাড়ি চাপায় নিহত ১

0

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে গাড়ি চাপায় আব্দুল ওহাব শেখ (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় পাঁচ্চর এলাকার এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আব্দুল ওহাব শেখ উপজেলার সন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষণ পর তিনি মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল বলেন, আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here