জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সংঘাতের দুই পক্ষ লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেন সংকটে ভারত সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
আগামীকাল ভারতে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেন, ‘আমি মনে করি, যখনই সংঘাত হয়, মধ্যস্থতার সব প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমি মনে করি না যে, যুদ্ধ যে দীর্ঘায়িত হচ্ছে তার জন্য আমরা ভারতকে দোষারোপ করতে পারি।’