জাগো ফাউন্ডেশন স্কুলের শিক্ষার্থী তামান্না (১৭) বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছেন আর্মেনিয়ার ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজে। সম্পূর্ণ অর্থায়নে এই বৃত্তিটি আন্তর্জাতিক ব্যাকালোরেট ডিপ্লোমা প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় দেয়া হয়। ২০১১ সালে তামান্না জাগো ফাউন্ডেশন বনানী স্কুলে ভর্তি হন এবং এই বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
১৬ বছর বয়সে তামান্না ও তার ১১ সহপাঠী মিলে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভিইএক্স রোবোটিক্স প্রতিযোগিতায়। গত বছর তামান্না বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে ওআইসি হাই স্কুল মডেল সামিট ২০২২-এ অংশ নিতে তুরস্কে গিয়েছিলেন।