‘শিক্ষা ছাড়া আলোকিত মানুষ গড়া সম্ভব নয়’

0

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, শিক্ষক হচ্ছেন সভ্যতার ধারক-বাহক। শিক্ষক শুধু শিক্ষাদানই করেন না, তিনি মানুষ গড়ার কারিগরও। শিক্ষা ছাড়া আলোকিত মানুষ গড়া কোনোভাবেই সম্ভব নয়।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মাঠে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শাহাদাৎ হোসেন শিমুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মামুনুর রশিদ, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকবল হোসেন মুকুল, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, সুবিল ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূইয়া প্রমুখ। 

এদিকে বিকালে উপজেলার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল কালাম আজাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here