বিজিএমইএ সভাপতি ও বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বলেছেন, শিক্ষার মান উন্নয়নের জন্য শুধুমাত্র ভালো পড়াশোনা বা সার্টিফিকেট অর্জন নয়, বরং শিক্ষার বিস্তার নিশ্চিত করা অপরিহার্য। এ জন্য শিক্ষক ও অভিভাবকের ভূমিকা অপরিসীম।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও রাজনীতিবিদদের ভুমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মাহমুদ হাসান খান আরও বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে শিক্ষার মান উন্নয়নে সকল প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। রাষ্ট্র কাঠামো উন্নয়নে বিএনপির ৩১ দফার মধ্যে শিক্ষার বিস্তার ও উন্নয়নের করণীয় নির্ধারণ করা হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মসিউর রহমান পারভেজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হামিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকতার হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাতরুজ্জামান ও সহকারী শিক্ষক রবিউল ইসলাম।

