শিক্ষার্থীদের টানা আন্দোলনে বগুড়া ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) সেই অধ্যক্ষ ডা. আমায়াত-উল-হাসিনকে অবশেষে বদলি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস এই আদেশে স্বাক্ষর করেন।
বদলি আদেশের চিঠিতে বলা হয়, আইএইচটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. আমায়াত-উল-হাসিনকে বাগেরহাটের ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হলো। আগামী সাত দিনের মধ্যে বদলিকৃত স্থানে তাকে যোগদান করতে হবে। না হলে আট কার্যদিবসে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন তিনি।
এদিন স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি বগুড়া আইএইচটিতে আসেন। কমিটির সদস্যরা দিনব্যাপী প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় ১১ জন শিক্ষার্থীর অভিযোগ গ্রহণ করে তদন্ত কমিটি। তদন্ত কমিটির সভাপতি স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিসিন বিভাগের উপপরিচালক গউসুল আজিম চৌধুরী। অন্য দুজন হলেন-ঢাকা আইএইচটির সহকারী অধ্যাপক ডা. হাবিবুর রহমান ও বগুড়া আইএইচটির জুনিয়র প্রভাষক ডা. আব্দুল কাদের।
গউসুল আজিম চৌধুরী জানান, তদন্ত চলমান রয়েছে। আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলেছি। আমাদের তদন্ত এখনও চলমান রয়েছে। প্রাপ্ততথ্যগুলো বিশ্লেষণ করার পর মতামত দিতে পারবো।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও হোস্টেলের মিল ম্যানেজার আমিনুল ইসলামকে মারধর করেন সজল কুমার ঘোষ। এই মারধরকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। সেই সঙ্গে কলেজটির অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলীর চরম অবহেলা উঠে আসে। এর মধ্যে অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনের সঙ্গে সজল ঘোষের প্রত্যক্ষ সম্পর্ক ও অপকর্মের প্রশ্রয়ের বিষয়গুলো অভিযোগ আকারে তোলেন শিক্ষার্থীরা।