শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ’ হয়নি, দশম দিনে শিক্ষকদের আন্দোলন

0

টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। শিক্ষা প্রতিষ্ঠান জাতীকরণের এক দফা দাবি নিয়ে এই লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা।

গতকাল বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ হয়নি’ জানিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকরা। সেই ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি অব্যাহত রেখেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে সরকারিকরণের আন্দোলন করা শিক্ষকরা।

বুধবার বিকাল ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বসেন শিক্ষক নেতারা। বৈঠক শেষে বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। এর বাইরে আর কোনো কিছু আমরা চাই না। তবে শিক্ষামন্ত্রীর বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারিনি। আমাদের আন্দোলন চলবে। যতই হুমকি ধামকি আসুক। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে বসতে চাই। তার আগে ফিরে যাবো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here