শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, আটক ৭

0

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ইলেক্ট্রনিকস ডিভাইস ও উত্তরপত্র জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাতজনকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনের কাছে বিভিন্ন ডিভাইস পাওয়া যায়। বাকি তিনজন বাসা থেকে উত্তরপত্র পূরণ করে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here