শাহিনের ভবিষ্যৎ অনিশ্চিত!

0

ভারত বিশ্বকাপ পর্যন্ত তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক ছিলেন বাবর আজম। কিন্তু ব্যর্থতার জেরে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। এরপর টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে নেতৃত্বের ভার দেওয়া হয় শাহিন আফ্রিদির কাঁধে। যদিও নেতৃত্বের অভিষেকটা সুখকর হয়নি শাহিনের। তার অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান। এরপর পিএসএলে তলানিতে থেকে শেষ করে তার দল লাহোর কালান্দার্স।

এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ দিয়ে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে পাকিস্তান। এমনই যেন ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকবি।

‘আমরা দীর্ঘ মেয়াদী সমাধান চাই। হোক তা শাহীন বা অন্য কেউ। তারপর আমরা তার ওপর আস্থা রাখব। কেবল এক ম্যাচ হারলেই অধিনায়ক পরিবর্তন করে ফেলব না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here