চোটের কারণে শাহিন শাহ আফ্রিদি ছিটকে যাওয়ায় বিগ ব্যাশ লিগে (বিবিএল) তার বদলি হিসেবে আরেক পাকিস্তানি পেসারকে দলে ভিড়িয়েছে ব্রিসবেন হিট। অবশিষ্ট ম্যাচগুলোর জন্য বদলি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে যুক্ত করা হয়েছে ২৪ বছর বয়সী ফাস্ট বোলার জামান খানকে।
বিগ ব্যাশের চলতি আসরের বাকি অংশে ব্রিসবেন হিটের হয়ে মাঠে নামার অনুমতি পেয়েছেন জামান। আগামী শনিবার গ্যাবায় সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচেই তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। মজার ব্যাপার হলো, এই সিডনি থান্ডারের হয়েই এর আগে বিগ ব্যাশ খেলেছেন জামান খান। টুর্নামেন্টের ১৩তম মৌসুমে থান্ডারের জার্সিতে চার ম্যাচে তিনি নিয়েছিলেন ৮ উইকেট, গড় ছিল ১৬.৩৮।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন জামান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। পাকিস্তান সুপার লিগে তিনি লাহোর কালান্দার্সের নিয়মিত সদস্য, যেখানে তার অধিনায়কই শাহিন শাহ আফ্রিদি।
সম্প্রতি আবুধাবি টি-টেন লিগে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনায় আসেন জামান। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ, বিগ ব্যাশ লিগ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।
এদিকে আজ কফস হারবারে সিডনি সিক্সার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ব্রিসবেন হিট। শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ম্যাচটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি। ব্রিসবেন হিটের কোচ জোহান বোথা মনে করেন, জামান খানের অন্তর্ভুক্তি দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে।

