শাহিদ-কারিনার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইমতিয়াজ আলি

0

কারিনা কাপুর আর শাহিদ কাপুরের সম্পর্ক নিয়ে একসময় বলিউডে কম গুঞ্জন ছিল না। তাদের সম্পর্ক ও বিচ্ছেন নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। 

জাব উই মেটের শুটিং চলাকালে তাদের সম্পর্কে ভাঙন হলেও বিষয়টি ধরা পড়তে দেননি কেউই। নিজেদের সমস্যা কখনও সিনেমার সেটেও নিয়ে আসেননি তারা। ইমতিয়াজ দু’জনের এই পেশাদার আচরণের প্রশংসা করেছেন সাক্ষাৎকারে।

ইমতিয়াজ আরও জানান, জাব উই মেটে গীত ও আদিত্য চরিত্রে তার প্রথম পছন্দ ছিল ববি দেওল ও প্রীতি জিনতা। কিন্তু ববি অন্য কাজে ব্যস্ত থাকায়, তা আর হয়নি। তখন শীর্ষ দুই চরিত্রের জন্য ইমতিয়াজ বেছে নেন শাহিদ ও কারিনাকে। সেই সময়ে শাহিদ ও কারিনার মধ্যে সম্পর্কের সমীকরণ মোটেও ভালো ছিল না। কিন্তু তার কোনো প্রভাব পড়েনি সিনেমাতে।

২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা আর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here