অতিথি চরিত্র নয় এবার একই সিনেমায় মুখোমুখী হতে চলেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ ও সালমান খান। তাদের টাইগার ভার্সেস পাঠান সিনেমায় এক সাথে দেখা যাবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে এই সিনেমা পরিচালনার দায়িত্ব পেতে চলেছেন পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
শোনা যাচ্ছে আগামী বছরেই শুরু হবে টাইগার ভার্সেস পাঠান সিনেমার শুটিং।
শাহরুখ খানের পাঠান সিনেমায় অতিথি চরিত্রে হাজির হয়েছিলেন সালমান খান। এরই ধারাবাহিকতায় সালমানের টাইগার থ্রিতে বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখকে। এরপরেই ধামাকা নিয়ে পর্দায় আসতে চলেছেন দুই তারকা।
সূত্র: এনডিটিভি