শাহরুখ খানের ক্যারিয়ারে সবচেয়ে বিগ বাজেট জওয়ান!

0

বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। এখনও এটি রিলিজ করতে প্রায় মাস খানেক বাকি। তবুও এখনই যেন শাহরুখ ম্যাজিকে মজেছেন ভক্তরা। অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার পরবর্তী ছবির। 

২০২৩ সালে এটি শাহরুখ খানের দ্বিতীয় ছবি হতে চলেছে। তার প্রথম ছবি পাঠান বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছিল।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে জওয়ান ছবিটির বাজেট ৩০০ কোটি রুপি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়াল এর সাক্ষী থাকতে পারে তার জন্য কিন্তু মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান। দক্ষিণী পরিচালক অ্যাটলি পরিচালিত এই ছবিটি আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বক্স অফিসে।

শাহরুখ খান জানতেন পাঠান মানুষের প্রত্যাশার লেভেল বাড়িয়ে দেবে তাই তিনি জওয়ানকে আরও বড় মাপে, বড় আকারে আনতে চেয়েছিলেন। সিদ্ধার্থ আনন্দের তুলনায় আরও ভালো ডিরেক্টরিয়াল ছবি উপহার দিতে চান। বড় বড় সেটআপেই এই ছবির সমস্ত অ্যাকশন দৃশ্য শুট করা হয়েছে। পাঠান ছবির ক্ষেত্রে যেমন অনেক সময়ই গ্রিন স্ক্রিন ব্যবহার করে কাজ চালানো হয়েছে এই ছবির ক্ষেত্রে সমস্ত সেট বাস্তবে তৈরি করে সেখানে শট দেওয়া হয়েছে যাতে রিয়েলিস্টিক ফিল পাওয়া যায়।

পাঠান ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি, এর আগে তৈরি হওয়া শাহরুখ খানের জিরোর বাজেট ছিল ২০০ কোটি। দিলওয়ালে এবং রাওয়ান বানাতে যথাক্রমে খরচ হয় ১৩৫ কোটি এবং ১৩০ কোটি। রইসের বাজেট ছিল ৯৫ কোটি, আর হ্যাপি নিউ ইয়ারের বাজেট ১৫০ কোটি ছিল। এবার সেসব কিছুকে ছাপিয়ে গিয়েছে জওয়ান।

এ ছবিতে শাহরুখ খান ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে ক্যামিও চরিত্রে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সানিয়া মালহোত্রা, প্রিয়মণি প্রমুখ। জওয়ান ছবির পর শাহরুখ খানকে আবার রাজকুমার হিরানির ডাঙ্কিতে দেখা যাবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here