শাহরুখের জওয়ানের জন্য বদলে গেল নিয়ম!

0

এবার নতুন নজির গড়তে যাচ্ছে শাহরুখ খানের আসন্ন সিনেমা জওয়ান। জওয়ান মুক্তির জন্য প্রচলিত নিয়মও ভেঙে ফেলা হয়েছে। ‘জওয়ান’-এর প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। যা কখনও আগে হয়নি, সেটাই হতে চলেছে জওয়ানের ক্ষেত্রে। সাধারণত সকালের শো শুরু হয় সকাল ৯টা থেকে। কিন্তু, এ বার সেটা করা হবে সকাল ৬টা থেকে।

মুম্বাইয়ের বিখ্যাত সিনেমা হল ‘গেইটি গ্যালাক্সি’। মুম্বইয়ের বড় তারকারাও যান সেখানে। এই প্রেক্ষাগৃহে শেষ বার শোয়ের সময় এগিয়ে করা হয়েছিল সকাল ৯টা। সেটাও ছিল শাহরুখের ‘পাঠান’-এর কারণে। এ বার আরও আগে, ভোর থেকেই দেখা যাবে ‘জওয়ান’। প্রথম বার সকাল ৬টার শো পেল কোনও ছবি। যদিও দক্ষিণে এই চল নতুন নয়। সেখানে বড় তারকাদের ছবি সব সময় সকাল থেকে শো শুরু হয়। এ বার মুম্বাইও হাঁটতে চলেছে সেই পথেই। এই খবর প্রথম প্রকাশ্যে আসে শাহরুখ খানের ফ্যান পেজে। স্বাভাবিক ভাবেই তাঁরা খুশি। ‘পাঠান’ মুক্তির দিন ভারতে জুড়ে উন্মাদনা দেখা গিয়েছিল শাহরুখের ছবিকে ঘিরে। কলকাতাও ভেসেছিল সে দিন শাহরুখ-প্লাবনে। এ বার ফের আসতে চলেছেন বাদশা। তা হলে কি এ বারের আয়োজন আরও বড় হতে চলেছে? জানার জন্য অপেক্ষা করতে হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here