শাহরুখের ছেলের নতুন প্রেমিকা কি ‘ব্রাজিলিয়ান মডেল’ লারিসা?

0

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পেছনেও তার বাবার মতো সাংবাদিকরা লেগে থাকেন। তার পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব কিছু নিয়েই গণমাধ্যমে চলে চুলচেরা বিশ্লেষণ। দিনযাপন কৌতূহলের মধ্যেই, আরিয়ান খানের সঙ্গে নতুন গুঞ্জন জড়িয়েছে ব্রাজিলের মডেল লারিসা বনেসির নাম।

আরিয়ান বলিউডে প্রথমবার নির্মাতা হিসেবে কাজ করতে যাচ্ছেন। তার সিরিজের নাম ‘দ্য ব্যাডস অফ বলিউড’। নির্মাতা হিসেবে তার অভিষেক উপলক্ষে লারিসার আগ্রহ প্রকাশ করে লিখেছেন, ‘এই বিশ্বের অন্যতম প্রতীক্ষিত শো।’

মডেলিংয়ের জগতে পরিচিত লারিসা, ‘দেশি বয়েজ’ সিনেমায়ও অভিনয় করেছেন। ইনস্টাগ্রামে সুহানা খানও লারিসাকে অনুসরণ করেন।

তবে লারিসা আরিয়ানকে শুভকামনা জানিয়ে যে বার্তা দিয়েছেন, তাতে নতুন প্রেমের গুঞ্জন আরও তীব্র হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here