শাহরুখকে ‘ভারতীয় সিনেমার ঈশ্বর’ বললেন কঙ্গনা

0

বক্স অফিসে শুরু হয়েছে বলিউড বাদশাহর ‘জওয়ান’ সুনামি। গতকাল বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে এটি ভেঙে দিয়েছে সব রেকর্ড। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য ভোর থেকে শুরু হয়। দিনের আলো ফুটতে ফুটতে বেড়েছে শো, মিছিল-স্লোগানে হলে ঢুকেছে শাহরুখ অনুরাগীরা। বক্স অফিসের প্রাথমিক হিসাব অনুযায়ী শুধু ভারত থেকেই সিনেমাটির আয় প্রায় ৮০ কোটি রুপি। আর এর মাধ্যমে শাহরুখের ‘জওয়ান’ দখল করেছে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিংয়ের খেতাব।

পুরো বিশ্ব যখন শাহরুখের যাদুতে বিভোর, তখন বাদ গেলেন না বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউতও। যে কঙ্গনা বলিউডের সিংহভাগের মধ্যেই ত্রুটি খুঁজে পান, সেই কঙ্গনা-ই এবার শাহরুখে মুগ্ধ হলেন।’জওয়ান’ মুক্তির দিনেই ইনস্টাগ্রামে শাহরুখকে ‘ভারতীয় সিনেমার ঈশ্বর’ বললেন কঙ্গনা! সঙ্গে এও বললেন, তিনি শাহরুখের পরিশ্রমকে শ্রদ্ধা করেন।

কঙ্গনা আরও লিখেণ, যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদের নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে শাহরুখের মতো করে। কেবল জড়িয়ে ধরা বা ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতের সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায় সহ সব কিছুর কাছে আমি মাথা নত করলাম কিং খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here