শাহরুখকে কেন খুন করতে চেয়েছিলেন গৌরির ভাই?

0

প্রায় ৩০ বছরের দাম্পত্যজীবন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খানের। তাদের প্রেম-কাহিনি এখন অনেকেরই জানা। ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন এই জুটি। পাঞ্জাবি পরিবারের মেয়ে গৌরি ও মুসলিম পরিবারের ছেলে শাহরুখ। তবে ধর্ম কোনও দিনই তাদের ভালবাসায় অন্তরায় হতে পারেনি। কিন্তু মুসলিম ছেলে শাহরুখের সঙ্গে বিয়েতে আপত্তি ছিল গৌরির পরিবারের। অনেক উপায়ন্তর করে গৌরিকে বিয়ে করেন শাহরুখ। তবে হিন্দু পরিবারের মেয়ের সঙ্গে প্রেম করায় গৌরির ভাইয়ের এক সময় চক্ষুশূল হতে হয় শাহরুখকে। চূড়ান্ত বিদ্বেষ, শাহরুখকে দেখলেই নাকি খুনে রাগ পেয়ে যেত গৌরির ভাইয়ের।

যখন ২৬-এ পা দিলেন শাহরুখ, গৌরি তখন ২১। সেই সময় পরিবারের সঙ্গে শাহরুখের আলাপ করান গৌরি। শাহরুখ ভিন্ন ধর্মের বলেই আপত্তি ছিল গৌরির ভাই বিক্রান্ত ছিব্বড়ের। এক সাক্ষাৎকারে গৌরি বলেন, “আমার ভাই বিক্রান্তের চক্ষুশূল ছিল শাহরুখ। যদিও মানুষ হিসেবে আমার ভাই শান্ত প্রকৃতির, উদার। কিন্তু শাহরুখকে দেখলেই ওর মুখ-চোখ লাল হয়ে যেত। আসলে আমাকে নিয়ে ভীষণ স্পর্শকাতর ছিল ও। মনে মনে কতবার যে শাহরুখকে ও খুন করেছে, তার কোনও কুল কিনারা নেই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here