শাহরুখকে ‌‘কাকু’ সম্বোধনের বিষয়ে যা বললেন তুর্কি অভিনেত্রী

0
শাহরুখকে ‌‘কাকু’ সম্বোধনের বিষয়ে যা বললেন তুর্কি অভিনেত্রী

বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘কাকু’ সম্বোধন নিয়ে তোপের মুখে পড়েছেন জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল। যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন তিনি। 

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিসরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে দেখা যায় শাহরুখ খানকে। সেই মুহূর্তটি দর্শকাসনে বসে ভিডিও করছিলেন হান্দে এরচেল। 

ভিডিওটি ছড়িয়ে পড়লে অনেকেই ভেবেছিলেন, বিদেশের মাটিতেও শাহরুখের জনপ্রিয়তায় মুগ্ধ এই তুর্কি অভিনেত্রী। কিন্তু বিপত্তি বাঁধে একটি ভাইরাল স্ক্রিনশট নিয়ে। সেই স্ক্রিনশটে দাবি করা হয়, হান্দে তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন যে তিনি শাহরুখের ভক্ত নন, এমনকি তাকে চেনেনও না।

তিনি কেবল তার বন্ধু আমিনা খলিলকে ক্যামেরাবন্দি করছিলেন। ওই পোস্টের শেষে শাহরুখকে উদ্দেশ করে ‘কে এই কাকুটা’ এমন মন্তব্য ছিল বলেও ছড়িয়ে পড়ে। আর এতেই চটে যান শাহরুখের অগণিত ভক্ত। মুহূর্তেই নেটপাড়ায় ট্রলের শিকার হন হান্দে।

লাগাতার কটাক্ষ ও সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন হান্দে এরচেল। ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি শেয়ার করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, পুরো বিষয়টি সাজানো এবং ভুয়া। হান্দে বলেন, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি শাহরুখ খানকে কখনোই ‘কাকু’ বলে সম্বোধন করিনি।

অভিনেত্রীর এমন সোজাসাপ্টা জবাবের পর এখন নেটদুনিয়ায় নতুন প্রশ্ন দেখা দিয়েছে। তবে কি ভাইরাল হওয়া সেই স্ক্রিনশটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কোনো কারসাজি? নাকি অন্য কোনো প্রতিপক্ষের উদ্দেশ্যপ্রণোদিত কাজ? শাহরুখ ভক্তদের একাংশ মনে করছেন, বাদশার সম্মান ক্ষুণ্ন করতেই এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here