শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন

0
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন

অভিনয় দিয়ে গোটা বিশ্বের সিনেমাপ্রেমীদের মাতিয়ে রেখেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। একনামে সবাই তাকে ‌‘কিং খান’ হিসেবে চেনে। সেই তাকেই ‘একঘেয়ে অভিনেতা’ বলে মন্তব্য করেছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। 

এক সাক্ষাৎকারে নাসিরুদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল, খান-কুমার-দেবগনদের মধ্যে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে? উত্তরে নাসিরুদ্দিন জানিয়েছিলেন, তিনি প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। তবে আলাদা করে এদের অভিনয় দেখার জন্য কোনোদিন কোনো চেষ্টা করেননি। যদিও এদের মধ্যে অক্ষয় কুমারের কথা আলাদা করে বলেন তিনি। 

প্রবীণ এই অভিনেতা বলেন, একমাত্র অক্ষয় কুমারকে আমি খুব পছন্দ করি। কারও সাহায্য ও কোনো গডফাদার ছাড়াই নিজের জায়গা তৈরি করেছে ও। অভিনয় করারও যোগ্যতা রয়েছে ওর। বহুদিন ধরে কাজ করার পরে ও ভালো অভিনেতা হয়ে উঠতে পেরেছে।

এরপরেই তাকে আলাদা করে শাহরুখ খানের কথা জিজ্ঞাসা করা হয়। জবাবে নাসিরুদ্দিন বলেন, হ্যাঁ, ও নিজের ক্ষমতায় এমন জায়গা তৈরি করেছে, যার জন্য আমি ওকে পছন্দ করি। কিন্তু অভিনেতা হিসেবে ও দিন দিন একঘেয়ে হয়ে যাচ্ছে।

বর্তমানে ‘কিং’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ছেলে আরিয়ান খানের পরিচালনায় ‘দ্য ব্যা***ডস অব বলিউড’ সিরিজে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here