শাহবাজ শরিফসহ বেতন নেবেন না মন্ত্রিসভার কেউই

0

পাকিস্তানের অর্থনৈতিক সংকট চলছে। এজন্য দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পদের জন্য বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবার বেতন না নেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

খবর অনুসারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার মন্ত্রিসভা বুধবার সর্বসম্মতিক্রমে দেশের বিপজ্জনক অর্থনৈতিক অবস্থার কারণে তাদের বেতন এবং সংশ্লিষ্ট সুবিধা ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রিসভা ইতিমধ্যে সরকারের অর্থায়নে বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করার ব্যবস্থা চালু করেছে। পূর্বানুমোদন ছাড়া ফেডারেল মন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারি কর্মকর্তাদের  সরকারি তহবিল ব্যবহার করে বিদেশ সফরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here