শাহপরীর দ্বীপে পাচারকালে ১৪১৫ লিটার অকটেনসহ আটক ২

0

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ২৫টি ড্রাম ভর্তি মোট ১ হাজার ৪১৫ লিটার অকটেন, ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন ও ৩৬ কেজি আদা উদ্ধার করেছে র‌্যাব-১৫। 

এসময় পাচারকারী চক্রের ২ জন চোরাকারবারিকে আটক করা হয়। 

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সমুদ্রের বিভিন্ন চ্যানেল ব্যবহার করে কতিপয় চোরাকারবারী জ্বালানি তেল অকটেনসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অবৈধভাবে চোরাচাইপথে পার্শ্ববর্তী দেশে পাচার করছে এই তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব। এসময় অভিযুক্তদের কাছ থেকে ১ হাজার ৪১৫ লিটার অকটেন (যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮৩ হাজার ৯৫০ টাকা) ৪০ কেজি পেঁয়াজ, ৩১ কেজি রসুন, ৩৬ কেজি আদা উদ্ধার এবং ৩টি সীমসহ ১টি বাটন ও ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
 
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে এই পাচারের সাথে জড়িত। 

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ও পলাতক চোরকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ  প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here