কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের পূর্ব উত্তর পাড়ায় ওমর সাদেক (৯) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জেটি সংলগ্ন বরফ মিল এলাকা থেকে এই লাশটি উদ্ধার করেছে শাহপরীর দ্বীপ ফাঁড়ির পুলিশ।
শুক্রবার রাত ১০ টার দিকে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।
এ ঘটনা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং আসল অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের মোহাম্মদ সৈয়দ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।