বাংলাদেশের স্থাপত্যশিল্পের এক অনন্য স্থাপনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের শুভ উদ্বোধন আজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বর্তমান সরকারের আরেক উন্নয়ন মাইলফলক থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন করবেন। আর এ উদ্বোধনের মধ্য দিয়ে খুলে যাবে বিমানযাত্রার এক নতুন দিগন্ত। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টার্মিনালের ভিতরেই তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। আজকের এ অনুষ্ঠানে ১ হাজার ২০০ অতিথি উপস্থিত থাকছেন। উদ্বোধনের অংশ হিসেবে গত তিন দিনের সর্বশেষ মহড়ায় এ টার্মিনাল থেকে তিনটি ফ্লাইট পরীক্ষামূলক চালু করা হয়েছে। বিমানের ফ্লাইট দিয়েই মহড়া হয়। আজও বিমানের একটি ফ্লাইট থার্ড টার্মিনাল হয়ে আকাশে উড়াল দেবে। সংশ্লিষ্টরা বলছেন, থার্ড টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে মনোমুগ্ধকর নির্মাণশৈলীতে আকাশপথের যাত্রী ও বিভিন্ন দেশের এয়ারলাইনসকে তাক লাগাতে চায় বাংলাদেশ।
এ বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘আমরা তৃতীয় টার্মিনালের বে ও বোর্ডিং ব্রিজ পরীক্ষামূলক ব্যবহার করেছি। তবে ইমিগ্রেশনসহ যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে সব ধরনের কার্যক্রম টার্মিনাল-২তেই সম্পন্ন করা হয়। পরে যাত্রীদের নিয়ে ফ্লাইটটি নির্ধারিত রানওয়ে দিয়ে কাঠমান্ডুর উদ্দেশে উড্ডয়ন করে। বৃহস্পতিবার কাঠমান্ডু ফ্লাইটটিও একই প্রক্রিয়ায় সফলভাবে উড্ডয়ন করে।’ এদিকে বিমানের ফ্লাইটই সবার আগে আনুষ্ঠানিকভাবে ব্যবহার করবে থার্ড টার্মিনাল। এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়ায় নতুন ইউনিফর্মে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং টিম বিজি ৩৭১ বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সুসম্পন্ন করে। ফ্লাইটটি সকাল ১০টা ১৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা ৫০ বছরের বেশি। আন্তর্জাতিক স্বীকৃতি ও সব ধরনের লাইসেন্সও বিমানের রয়েছে। তৃতীয় টার্মিনালের জন্য বিমানের টিম পুরোপুরি প্রস্তুত।