সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ বরপক্ষ কনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বিয়ে ভণ্ডুল করে দেয়।
শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ছড়িয়ে পড়া ভিডিওতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কনের পরিবারের স্বজনরা জানান, গুপিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে, আজিজুল, প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে একই গ্রামের সাদ্দাম হোসেনের মেয়েকে বিয়ে করতে আসেন। অনুষ্ঠানে বরযাত্রীদের মধ্যেই একজন বরের জুতা লুকিয়ে রাখে। এ ঘটনায় বরপক্ষ ক্ষুব্ধ হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে চলে যায়।
স্বজনদের অভিযোগ, বরকে স্মার্টফোন ও দশ আনি সোনার চেইন দিয়ে বরণ করা হয়েছিল। প্রায় ২০০ মানুষের খাবারের জন্য পাঁচ মন দুধের দই, এক লাখ টাকা দামের গরু জবাই করে আয়োজন সাজানো হয়েছিল। কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন মারামারি বাঁধিয়ে আয়োজন ভেঙে দেয়। দাওয়াতে আসা স্বজনদের দেওয়া উপহার পর্যন্ত নিয়ে যায় বরপক্ষ।
স্থানীয়রা জানান, এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ ভাবতেই পারেনি জুতার মতো কারণে দুই পরিবারের সম্পর্ক ভেঙে যাবে।
শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। কনের পরিবারকে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, তবে এখনো কেউ অভিযোগ করেনি। ওসি জানান, দুই পক্ষই নাকি স্থানীয়ভাবে বসে বিষয়টি মিমাংসার চেষ্টা করবে।

