রবিবার রাতে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্রসহ চালের টিন পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে হরতাল সমর্থনে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় জামায়াত ঝটিকা মিছিল করেছে। এছাড়াও নাশকতামূলক সন্ত্রাসী মামলায় রায়গঞ্জ থানা বিএনপির সভাপতি শামসুল ইসলাম ও বিএনপি কর্মী ফরিদুল ইসলামকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় বেশ কিছু পণ্যবাহী ট্রাক চলাচল করেছে।