চেন্নাই সুপার কিংস ম্যাচের পরের দিনই শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি। সোমবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হারে আরসিবি। তবে এই ম্যাচে একেবারে ব্যর্থ হন বিরাট কোহলি। পরের দিনই জানা যায়, খেলার নিয়মভঙ্গের অভিযোগে জরিমানা হয়েছে তার।
ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা দিতে হবে বেঙ্গালুরুর সাবেক অধিনায়ককে। কোহলিও সেই শাস্তি মেনে নিয়েছেন তাই শুনানির প্রয়োজন পড়েনি।
ভারতীয় গণমাধ্যমের মতে, চেন্নাইয়ের ব্যাটার শিভাম দুবে আউট হওয়ার পরে একটু বেশি আগ্রাসী ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। শিভাব ভালো খেলছিলেন। তার উইকেট তুলে নেওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। তাই শিভাম আউট হতেই নিজেকে আটকে রাখতে পারেননি কোহলি। আগ্রাসী উদযাপন শুরু করেন। যে কারণে তাকে শাস্তি পেতে হয়েছে।