প্রকাশ্যে আম্পায়ারদের সিদ্ধান্তে সংশয় প্রকাশ করার মাশুল দিতে হলো রবিচন্দ্রন অশ্বিনকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন রাজস্থান রয়্যালসের এই অলরাউন্ডার। যা ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাতে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে তাকে।
বুধবার চেন্নাই-রাজস্থান ম্যাচে শিশিরের জন্য আম্পায়ারদের স্বতঃপ্রণোদিত হয়ে বল বদল করার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন অশ্বিন। মাঠেই আম্পায়ারদের এই নিয়ে কথা শোনান তিনি।
অশ্বিনের এমন মন্তব্যের পরেই বিসিসিআই আইপিএলের আচরণবিধির ২.৭ ধারা ভঙ্গের দায়ে অশ্বিনকে তার ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করে। অশ্বিন প্রাথমিক পর্যায়ের এই অপরাধ স্বীকার করে নেন। লেভেল ওয়ান অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারি যা শাস্তিবিধান করেন, সেটিই চূড়ান্ত বলে ধরে নেওয়া হয়।