রুশ বাহিনীর অন্যতম সহযোগী ও বেসরকারি সামরিক বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’ এর প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের বিদ্রোহ নিয়ে এবার মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, যারা রাশিয়াকে বিভক্ত করছে তাদের শাস্তি দেওয়া হবে, যা অবশ্যই অনিবার্য। খবর ওয়াশিংটন পোস্টের।
পুতিন বলেন, রাশিয়ার ভবিষ্যৎ বিপন্নের মুখে। তিনি এই ঘটনাকে পিঠে ছুরি দিয়ে আঘাত করার সঙ্গে তুলনা করেছেন। প্রিগোজিনের নাম উল্লেখ করে এসময় পুতিন বলেন, কারও কারও উচ্চ উচ্চাকাঙ্ক্ষা উচ্চ রাষ্ট্রদ্রোহিতায় নিয়ে গেছে।
এর আগে, ওয়াগনার প্রধান ঘোষণা দিয়েছেন, তিনি যেকোনো মূল্যে রাশিয়ান সেনাবাহিনীর নেতৃত্বের পতন ঘটাবেন। গতকাল শুক্রবার এক অডিও বার্তায় এই বিদ্রোহের ডাক দিয়েছেন বাহিনীর শীর্ষ কমান্ডার ইয়েভগেনি প্রিগোঝিন (৬২)। এতে রাশিয়া জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর জেরে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।