শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি

0
শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি ২০১৮ সালের নির্বাচনেও একই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী মফিকুল হাসান তৃপ্তি ছাত্রদলের রাজনীতি দিয়ে রাজনীতিতে পথচলা শুরু করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতিতে সক্রিয় হন। অধ্যয়নকালে তিনি এসএম হল শাখা ছাত্রদলের সভাপতি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর তিনি কেন্দ্রীয় বিএনপির সহ–দপ্তর সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে শার্শা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here