‘শামির সঙ্গে নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক’

0
‘শামির সঙ্গে নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক’

দুয়ারে কড়া নাড়ছে দুয়ারে আরেকটি সিরিজ। কিন্তু জাতীয় দলে ফেরার দরজা খুলছে না মোহাম্মদ শামির। নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজের দলেও অভিজ্ঞ পেসারকে রাখেনি ভারত। যা নিয়ে নির্বাচকদের এক হাত নিলেন বেঙ্গলের প্রধান কোচ লক্ষ্মী রতন শুক্লা।

ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজটির জন্য শনিবার ১৫ জনের দল ঘোষণা করে ভারত। সেখানে শামির জায়গা না হওয়ায় চলছে আলোচনা-সমালোচনা। তার ঘরোয়া দল বেঙ্গলের কোচ শুক্লাও তাদের একজন।

শামিকে এবার ফেরানো হতে পারে, এমন খবর ছড়ায় ভারতীয় গণমাধ্যমগুলোতে। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬২ উইকেট নেওয়া ডানহাতি বোলারকে ফেরায়নি ভারত।

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত দলের সদস্য ছিলেন শামি। ওই আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শিকার করেন ৫ উইকেট। সেমি-ফাইনালে ৩টি উইকেট নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে ফাইনালে ৯ ওভারে ৭৪ রান দেওয়ার পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি।

ঘরোয়া ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন ৩৫ বছর বয়সী শামি। প্রথম শ্রেণির প্রতিযোগিতা রাঞ্জি ট্রফির গত মৌসুমে বেঙ্গলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি বেঙ্গলের কেউ।

চলতি ভিজায় হাজারে ট্রফিতে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতে উইকেটের স্বাদ পেয়েছেন শামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এই আসরে এখন অবধি বেঙ্গলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।

তারপরও শামিকে জাতীয় দলে না ফেরানোর সিদ্ধান্ত মানতে পারছেন না শুক্লা। শামির সঙ্গে নির্বাচক কমিটির আচরণ খুবই হতাশাজনক এবং ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের জন্য এটা ভালো বার্তা নয় বলে মন্তব্য করেছেন তিনি।

রেভস্পোর্টজে শুক্লা বলেন, “নির্বাচক কমিটি শামির প্রতি অবিচার করেছে। সাম্প্রতিক সময়ে শামির চেয়ে এতটা নিবেদন দিয়ে কোনো আন্তর্জাতিক ক্রিকেটার (ভারত জাতীয় দলের) ঘরোয়া ক্রিকেট খেলেনি। ঘরোয়া পর্যায়ে এতটা কঠিন পরিশ্রম করার পরও, শামির সঙ্গে নির্বাচক কমিটি যা করল, তা খুবই হতাশাজনক।”

আগামী ১২ জানুয়ারি শুরু হবে নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচে ১৪ ও ১৮ জানুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here