সবশেষ লড়াইয়ে আছে জয়ের সুখস্মৃতি। রিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। তবে কোপা দেল রের লড়াইয়ের আগে চিরপ্রতিদ্বন্দ্বীদেরই এগিয়ে রাখছেন বার্সা কোচ শাভি এরনান্দেস। কাতালান ক্লাবটির কোচ মনে করেন, তাদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
চলতি মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাসিকো হবে তিনটি। এর মধ্যে প্রথমটি বৃহস্পতিবার (০২ মার্চ) । কোপা দেল রের সেমি-ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে হবে লা লিগার ম্যাচ।
চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলে শিরোপাধারী রিয়ালের চেয়ে সাত পয়েন্ট এগিয়ে আছে বার্সেলোনা। সাম্প্রতিক ক্লাসিকো ফর্ম ও লা লিগার অবস্থান মিলিয়ে তাই আসছে লড়াইয়ে শাভির দলকে ফেভারিট দেখছেন কেউ কেউ।স্প্যানিশ এই কোচ অবশ্য তা মানতে নারাজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শাভি বললেন, পিছিয়ে থেকেই মাঠে নামবে তার দল।
তিনি বলেন, রিয়াল মাদ্রিদই ফেভারিট থাকবে, কারণ তারা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন। স্প্যানিশ সুপার কাপে যা হয়েছিল, যেখানে আমরা ভালো করেছি বা অন্য কোনো কারণ যাই হোক বিষয়টি একই।
শাভি আরও বলেন, সুপার কাপে হয়তো আমরা তাদের হারাতে পেরেছি, কিন্তু এটা মাদ্রিদ। আমাকে সৎ হতে হবে। তবে আমি মনে করি, আমরা তাদের সমস্যায় ফেলতে পারি এবং আমি সামগ্রিকভাবে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই আশা করছি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে প্রথম লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায়।