এবারের বিপিএল মঞ্চে কঠিন সময় পার করছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। একের পর এক হারার পরও মাশরাফির ইনজুরি নিয়ে খেলার কারণে চলেছে নানা আলোচনা-সমালোচনা। তবে রাজনৈতিক ব্যস্ততায় এখন তিনি দলের সঙ্গে নেই। সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে দেওয়া হয়েছে নেতৃত্বভার।
অথচ অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত নিজেকে চিনিয়েছেন বিপিএল শুরুর ঠিক আগের নিউজিল্যান্ড সফরে। প্রথমবারের মতো তাদের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি জিতিয়েছিলেন বাংলাদেশকে। এর আগে ঘরের মাঠে টেস্টও জেতেন। তবুও শান্তকে বিপিএলে অধিনায়কত্ব করতে না দেখে অবাক হয়েছেন বিপিএলে দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।
‘কিন্তু আমি জানি মাশরাফিও সেরকম, সে সবসময় তরুণদের সুযোগ দেওয়ার চেষ্টা করে। আমি জানি না কারণটা কী। কেন মাশরাফিকেই নেতৃত্ব দিতে হলো- মাশরাফি খেলতেই পারতো; সে লিডার হিসেবে যে খেলতে পারবে না এমন তো কোনো কথা নাই।’
‘কিন্তু একই সঙ্গে শান্ত যেহেতু বর্তমান জাতীয় দলের সদস্য, সাকিব না থাকায় নিউজিল্যান্ড সফরে অধিনায়কও ছিল; সেক্ষেত্রে দেওয়া যেতেই পারতো। এটা পুরো ফ্র্যাঞ্চাইজিদের অধিনায়কের ওপর ভরসা। তাদের হয়তো মাশরাফির ওপর ভরসাটা বেশি। এটা হতেই পারে আসলে। আমি হলে হয়তোবা বর্তমান অধিনায়ককেই চিন্তা করতাম।’