গতকাল শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে ব্যাট হাতে অবদান রেখেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর পাশাপাশি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদরাও।
মুশফিকের সেই ৭৭ রানের ইনিংস নিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ দলের ব্যাটিং ডেভিড হেম্প বলেন, ‘মুশফিকের ইনিংস আউটস্ট্যান্ডিং। সে মোটেও বিচলিত হয়নি। রিয়াদ বাউন্ডারিতে রান বের করছিল, মুশফিক সেটাকে নিজের মতো খেলে অব্যাহত রেখেছে। সে প্রমাণ করেছে রান করা মানেই শুধু বাউন্ডারি নয়, সিঙ্গেল রোটেশন করেও রান বের করা যায়। পুরো ইনিংসজুড়েই সে দারুণ খেলেছে।’
বড় ইনিংস খেলতে না পারলেও, চাপের মুহূর্তে বাংলাদেশের হয়ে হাল ধরেছিলেন মাহমুদুল্লাহ। তার ৩৭ ইনিংস নিয়েও তাই প্রশংসা করতে ভোলেননি টাইগারদের নতুন ব্যাটিং কোচ, ‘বল সুইং করছিল। লঙ্কানরা বল করছিল স্টাম্প লক্ষ্য করে। রিয়াদ খুব বুঝেশুনে খেলছিল। তার এপ্রোচ শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেয়। শান্ত’র সঙ্গে তার ৬৯ রানের পার্টনারশিপই ম্যাচের গতিপথ গড়ে দিয়েছে। তার এপ্রোচই শ্রীলঙ্কার কাছ থেকে আমাদের হাতে নিয়ন্ত্রণ এনে দিয়েছে।’