নতুন গান নিয়ে এলেন কণ্ঠশিল্পী খুশবুন বিন্দু। ‘স্বপ্ন মেলা ডানা’ শিরোনামের এই মিউজিক ভিডিওতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন গায়ক রেহান রাসুল।
শান্ত পথিকের কথায় গানটির সুর করেছেন রেহান রাসুল এবং সঙ্গীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়। গানটির মিউজিক ভিডিওর মডেলিং করেছেন ইপশিতা শবনমসহ বেশ কয়েকজন মডেল। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কাজল আরফিন অনিক।
উল্লেখ্য, খুশবুন বিন্দুর উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘সুতো কাটা ঘুড়ি’, ‘জংলার পাখি’, ‘এই পৃথিবীর পরে’ ও ‘আঁধার কালো রাত’ ইত্যাদি।